চাঁপাইনবাবগঞ্জে হোটেল শ্রমিকদের মাঝে খাদ্য বিতরণ

সময়: 2:30 pm - March 30, 2020 | | পঠিত হয়েছে: 262 বার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাউদ্দীন হোটেল এন্ড রেষ্টুরেন্ট মালিকের পক্ষ থেকে হোটেল শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ৩০ মার্চ  সোমবার সকাল সাড়ে ৯ টায় উদয়ন মোড়স্থ আলাউদ্দীন হোটেল এন্ড রেষ্টুরেন্টে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

করোনা ভাইরাস মোকাবিলায় সরকারের বিশেষ নির্দেশনায় সকল খাবার হোটেল বন্ধ হয়ে যাবার কারণে কর্মহীন হয়ে পড়ে হোটেল ও রেস্তরা শ্রমিকরা। কর্মহীন শ্রমিকদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এবং চাঁপাইনবাবগঞ্জ হোটেল ও রেস্তোরা শ্রমিক ইউনিয়নের আবেদনের প্রেক্ষিতে আলাউদ্দীন হোটেল এন্ড রেষ্টুরেন্টের তিনটি শাখার প্রায় ১২০ জন শ্রমিককে এ খাদ্য সহায়তা দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, আলাউদ্দীন হোটেল এন্ড রেষ্টুরেন্টের অপর সত্বাধিকারী আলী হাসান সোহাগ, চাঁপাইনবাবগঞ্জ হোটেল ও রেস্তরা শ্রমিক ইউনিয়নের সভাপতি রেজাউল করিম, সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন সবুজসহ অন্যান্যরা।

বাংলাদেশ রেস্তরা মালিক সমিতি, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ও আলাউদ্দীন হোটেল এন্ড রেষ্টুরেন্টের অন্যতম সত্বাধিকারী জামাল উদ্দীন নাসের বলেন, হোটেল বন্ধ হয়ে যাবার কারণে পরিবার নিয়ে বিপাকে পড়েছে হোটেল শ্রমিক ভাইয়েরা। নৈতিক দায়িত্ববোধ থেকে এ দুঃসময়ে তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ১২০ জন শ্রমিকের প্রত্যেককে ২০ কেজি চাউল, ৫ কেজি ময়দা, আড়াই কেজি আলু, ২ কেজি মসুর ডাল, ২ কেজি পেঁয়াজ এবং ২ লিটার সোয়াবিন তেল সহায়তা দেয়া হয়েছে। এ দুর্যোগময় মুহুর্তে তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

চাঁপাইনবাবগঞ্জ হোটেল ও রেস্তরা শ্রমিক ইউনিয়নের সভাপতি রেজাউল করিম বলেন, করোনা ভাইরাসের কারণে সরকারি নির্দেশনায় খাবার হোটেল বন্ধ হয়ে যাবার কারণে হোটেল শ্রমিকরা পরিবার নিয়ে অনাহারে দিনানিপাত করছে। এখন পর্যন্ত হোটেল শ্রমিকরা সরকারি কোন সহায়তা পায়নি। তাই আমাদের শ্রমিক ইউনিয়নের পক্ষ হতে খাদ্য সহায়তা চেয়ে হোটেল ও রেষ্টুরেন্ট মালিকদের আবেদন জানিয়েছি। আমাদের আবেদনে সাড়া দিয়ে আলাউদ্দীন হোটেল এন্ড রেষ্টুরেন্ট ও বিশ্বরোডস্থ তামান্না হোটেল এন্ড মিষ্টান্ন ভান্ডারের মালিকগণ তাদের শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। আশাকরি জেলার অন্যান্য হোটেল ও রেষ্টুরেন্ট মালিকগণ কর্মহীন শ্রমিকদের খাদ্য সহায়তা দিবেন। তিনি কর্মহীন হোটেল ও রেস্তরা শ্রমিকদের সহায়তা দিতে সরকারের প্রতি আবেদন জানান। -মোঃ ফারুক হোসেন

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর