করোনা ভাইরাস প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার নানা উদ্যোগ

সময়: 11:34 am - March 31, 2020 | | পঠিত হয়েছে: 380 বার

চাঁপাইনবাবগঞ্জে ৩০ মার্চ সোমবার রাত ৮টার দিকে সদর মডেল থানায় করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় সংক্রান্ত ব্যানার টাঙানো হয়েছে। যা পড়ে পুলিশ সদস্যসহ সেবা নিতে আসা মানুষ জানতে ও সচেতন হতে পারবে।

চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার) এর নির্দেশনায় ও ওসি জিয়াউর রহমান পিপিএম এর উদ্যোগে ছোট ব্যানারগুলো থানা চত্বরে প্রবেশপথসহ বিভিন্নস্থানে টাঙানো হয়। এ ছাড়াও হাত ধুয়া ও স্প্রের ব্যবস্থাও করা হয়েছে।

এর আগে থানায় ২০০ টি পরিবারের সদস্যদের মাঝে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি মশুরের ভাল, ১ কেজি পেঁয়াজ এবং সয়াবিন তেল সম্বলিত একটি প্যাকেট বিতরণ করা হয়। সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. জিয়াউর রহমান পিপিএম এ সকল কার্যক্রমের সার্বক্ষণিক তদারকি করছেন।

অফিসার ইনচার্জ অপারেশন মো. মিন্টু রহমান, অফিসার ইনচার্জ তদন্ত মো. কবির হোসেনসহ থানার ডিউটি অফিসারবৃন্দ এ সময়  উপস্থিত ছিলেন।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর