করনা মোকাবেলায় ’হোটেল আল নাহিদকে’ হাসপাতাল করতে চাই -রফিকুল ইসলাম
চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল প্রভাবশালী মানুষদের মধ্যে অন্যতম রফিকুল ইসলাম।চাঁপাইনবাবগঞ্জ পৌরএলাকার শান্তি মোড়স্থ চাইনিজ হোটেল(হোটেল আল নাহিদ)।
এছাড়াও তিনি সকল দুর্যোগ মোকাবেলায় সরকার এবং উপকারভোগীদের পাশে ছিলেন তার অন্যতম দৃষ্টান্ত ১৯৯৮ সালে যখন চাঁপাইনবাবগঞ্জ জেলা বন্যায় প্লাবিত হয়ে গেছিল তখন হোটেল আল-নাহিদ সবার জন্য উম্মুক্ত করে দিয়েছিলো। রফিকুল ইসালম মেহেদী হাসান শিয়ামকে জানায়,আমার হোটেল আল নাহিদ(আবাসিক) ভবনটি করোনা ভাইরাস আক্রন্ত রুগীদের জন্য বিনা মূল্যে সরকারকে দিতে চাই।
অস্থায়ী হাসপাতাল করার জন্য। রফিকুল ইসলাম জানান,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনসহ কোন ডাক্তার বা কোন মানবিক সেচ্চাসেবী প্রতিষ্ঠান সার্বিকভাবে সহায়তা করেন তাহলে চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসীকে আমার মাধ্যমে স্বাস্থসেবা প্রদান করতে পারবো,ইনশাআল্লাহ। এছাড়া রফিকুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসীকে বলেন,আতংকিত না হওয়ার দরকার নায়,কয়েকটাদিন ঘরে থাকেন,আল্লাহর উপর আস্থা রাখেন,নিশ্চয় আল্লাহ তার দেওয়া সঠিক রাস্তা দেখিয়ে দিবে।
রাজশাহী বার্তা/admin