চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির পারসোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই) প্রদান

সময়: 1:27 pm - April 1, 2020 | | পঠিত হয়েছে: 94 বার
 চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির আয়োজনে ডাক্তার, নার্স, কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় বিষয়ে মতবিনিময় ও ডাক্তারদের মাঝে পারসোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই) প্রদান করা হয়েছে।
১ এপ্রিল বুধবার সকালে পৌর এলাকার ফায়ার সার্ভিস সংলগ্ন ডায়াবেটিক কার্যালয়ে এ মতবিনিময় হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ডায়াবেটিক সমিতির পরিচালক ডা. মো. দূররুল হুদা, সিনিয়র মেডিকেল অফিসার ডা. মো. নাইমুল হক, প্রশাসনিক কর্মকর্তা ও চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম মোস্তফা মন্টুসহ সমিতির অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
করোনা প্রতিরোধে সকলকে নিয়মকানুন মেনে চলতে বলেন ডায়াবেটিক সমিতির পরিচালক ডা. মো. দূররুল হুদা। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরেও না যাবার অনুরোধ জানান সমিতির সদস্যবৃন্দদের।
রাজশাহী বার্তা/Asfraful Islam

এই বিভাগের আরও খবর