চাঁপাইনবাবগঞ্জে মাস্ক না পড়ায় রোদে দাঁড় করিয়ে শাস্তি সেনাবাহিনীর
সময়: 8:08 pm - April 4, 2020 | | পঠিত হয়েছে: 254 বার
চাঁপাইনবাবগঞ্জে মাস্ক ছাড়া এবং অপ্রয়োজনে বাইরে বের হবার অপরাধে সেনাবাহিনীর রোদে দাঁড় করিয়ে শাস্তি ও জরিমানা করেছে। শনিবার সকালে জেলা শহরের পুরাতন বাজারে সেনাবাহিনীর টহলের সময় অভিযান চালিয়ে এ শাস্তি ও জরিমানা করা হয়।
শনিবার (৪ এপ্রিল)সকাল ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরএলাকার পুরাতন বাজারে টহলের পাশাপাশি রাস্তায় অবস্থান নেয় সেনাবাহিনী । এ সময়মাস্ক না পরার অপরাধে ১০ জনকে ১২০০ টাকা অর্থদন্ড দেয়া হয়।
পাশাপাশি সরকারী নিষেধাক্কা না মেনে অপ্রয়োজনে ঘোরার অপরাধে অন্তত ২০ জনকে রোদেরমাঝে দাঁড়করিয়ে রাখা হয় এবংপরবর্তীতে বাইরে বের হলে মাস্ক পরে বের হবার শর্তে ছেড়ে দেয়া হয়।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ জেলাপ্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুলইসলাম ১০জনকে অর্থদন্ড দেয়ার বিষয়টি নিশ্চিত করেন এবং সকল কেনিয়ম মেনে চলার জন্য ও আহবান জানান ।
রাজশাহী বার্তা/Asfraful Islam