শিবগঞ্জে কর্মহীন পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ
করোনাভাইরাস সংক্রমণ রোধে খেটে খাওয়া মানুষের দুর্ভোগ লাঘবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুলর্ভপুর বাজার, আমতলা বাজার, গঙ্গারামপুর, চতুরপুর, ডাকবাংলো, শিবগঞ্জ আদর্শ হাসপাতাল চত্বরে প্রত্যেক পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ৪ কেজি আলু, ও ১ লিটার তেল বিতরণ করেছেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডাক্তার সামিল উদ্দিন আহমেদ শিমুল।
সোমবার বিকেলে উপজেলা এনজিও ফোরামের অর্থায়নে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রায় দেড় শতাধিক কর্মহীন হতদরিদ্র পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী তুলে দেন। পাশাপাশি করোনাভাইরাস সচেতনতায় জনসাধারণের মাক্স বিতরণ করেন তিনি।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার শিমুল আকতার, পৌর মেয়র কারিবুল হক রাজিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বরুন কুমার মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা এসএম আমিনুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা এনজিও ফোরামের সভাপতি তোহিদুল আলম টিয়া, দুলর্ভপুর ইউপি চেয়ারম্যান আবদুর রাজিব রাজুসহ আওয়ামী লীগ ও এর সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
রাজশাহী বার্তা/admin