চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ আটক ২
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করার সময় জনতার হাতে ট্রান্সফরমারসহ দুই চোর আটকের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের ফুরশেদপুর বিরেন বাজারে।
আটককৃতরা হলেন, গোমস্তাপুর উপজেলার বজেন্দ্রনাথপুর গ্রামের নুরে আলমের ছেলে বুলবুল আহম্মদ (৩৮) ও একই উপজেলার উত্তর মকরমপুর গ্রামের সুলতান আলীর ছেলে তহিদুল ইসলাম(৩২)।
নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা ও ফতেপুর ইউপি সদস্য মাহাফুজুর রহমান জানান, বুধবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ফুুুুরশেদপুর বিরেন বাজারের হাফিজ উদ্দিনের ছেলে বুলবুল আহম্মদের রাইস মিলের দুটি ট্রান্সফরমার দুইজন চোর পোল থেকে নামিয়ে নিয়ে যাওয়র চেষ্টা করছিল, ঐসময় বাজারের নাইটগার্ড চোরদের দেখতে পেয়ে চিৎকার শুরু করে। নাইটগার্ডের চিৎকারে এলাকাবাসী ছুটে গিয়ে তাদেরকে দুটি ট্রান্সফরমারসহ আটক করে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে নাচোল থানা পুলিশ ঘটনাস্থল থেকে দুটি ট্রান্সফরমারসহ দুই চোরকে আটক করে থানায় নিয়ে যায়।
নাচোল থানার ওসি সেলিম রেজার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,আটককৃতদের বিরুদ্ধে চুরির মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি জানান।
রাজশাহী বার্তা/admin