ট্রাকে যাত্রীবহনকালে চাঁপাইনবাবগঞ্জে আটক ৪

সময়: 7:16 pm - April 9, 2020 | | পঠিত হয়েছে: 568 বার

প্রচন্ড গরমেও ট্রাকের তিরপালের নিচে যাত্রীবহনকালে ৪জনকে আটক করেছে পুলিশ। এসময় করোনা ভাইরাস সতর্কতা অমান্য করে যাত্রীবহন করায় বহনকারী ট্রাক (ট্রাক নম্বর-ঢাকা-মেট্রো-ট-২২-৬১৭৭) টি (চাউল সরবরাহের কাজে নিয়োজিত স্টিকার লাগানো) আটক করা হয়।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের প্রবেশদ্বার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সীমানা এলাকা দ্বারিয়াপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের চেকপোষ্টে এদের আটক করা হয়। চেকপোষ্টে তল্লাশীকালে জেলা পুলিশের পরিদর্শক মো. খলিলুর রহমান, ট্রাফিক সার্জেন্ট মনিরুল ইসলামসহ ১২ সদস্যের দল। ২৪ ঘন্টা এই চেকপোষ্টে ১২ সদস্যের একটি দল এই চেকপোষ্টে কাজ করছে।

আটককৃতদের মেডিকেল টিমের মাধ্যমে পিটিআই সেন্টারে আইসোলেশনে রাখা হয়েছে। ট্রাকের চালক হচ্ছে, সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের আব্দুল আহাদ।

সরজমিনে গিয়ে দেখা যায়, ট্রাকের বডির ভেতর মালামাল, তার উপরে মানুষ শুইয়ে দিয়ে উপরে ট্রাকের তিরপাল দিয়ে ঢেকে দেয়া হয়। যেন বাইরে থেকে বোঝা না যায়। সামান্য একটি ফাকা রাখা হয়, যেন বাতাস আসা-যাওয়া করে। কিন্তু রোদের যে প্রচন্ড তাপ, তাতে যে কোন সময় গরমে ওই ৪জন মানুষ মারাও যেতে পারতো।

করোনার ভয়তো আছেই, এমনিতেই তিরপাল ও রোদের গরমে মৃত্যু হয়ে যাওয়ার আশংকা করা হচ্ছিল। বিষয়গুলো নিশ্চিত করেন চেকপোষ্টে থাকা জেলা পুলিশের পরিদর্শক মো. খলিলুর রহমান। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতদের নাম পাওয়া যায়নি। তবে আটককৃতদের বাড়ি সদর উপজেলার মহারাজপুরে বলে জানা গেছে।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর