চাঁপাইনবাবগঞ্জে ব্যতিক্রমী উদ্যোগ : ১৫টি ওয়ার্ডে বিনামূল্যে ফ্রি হোম ডেলিভারি ‘আনন্দ বাজার’
করোনা ভাইরাসের জন্য চাঁপাইনবাবগঞ্জের খেঁটে খাওয়া দিনমজুর, দরিদ্র, অসহায় মধ্যবিত্ত পরিবারের মানুষ চরম বেকায়দায় পড়েছে। মুখ ফুটে কারো কাছে সাহায্য চাইতেও পারছে না।
সেইসব মানবিক দিক বিবেচনা করে নাহার গ্রুপের পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ রফিকুল ইসলাম ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছেন।
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১৫ টি ওয়ার্ডের মানুষের জন্য শনিবার থেকে আনন্দ বাজার নামে ভ্রাম্যমাণ খাদ্যসামগ্রী বিতরণের কার্যক্রম শুরু করা হয়েছে। শহরের শান্তিমোড়ে হোটেল আল নাহিদ ভবন (চাইনিজ হোটেল) থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন আলহাজ্ব মোহাম্মদ রফিকুল ইসলাম। এমন ব্যতিক্রমী উদ্যোগের বিষয়ে জানতে চাইলে আলহাজ্ব মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, জাতির এই ক্রান্তিলগ্নে পৌর এলাকার ১৫ টি ওয়ার্ডের মানুষের সুবিধার্থে চালু করলাম বিনামূল্যে ফ্রি হোম ডেলিভারি আনন্দ বাজার। আমাদের এই বাজার আপনাদের বাড়ির দৌরগোড়ায় যাবে।
তিনি আরো জানান, আনন্দ বাজার থেকে আপনাদের যার যা দরকার এবং যতটুকু দরকার ততটুকু নেবেন। দয়া করে কেউ বেশি নিয়ে অন্যকে এই সুবিধা থেকে বঞ্চিত করবেন না। আপনাদের সহযোগিতা পেলে আমি এই ফ্রি বাজারটি দেশের এ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জনসাধারণের জন্য চালিয়ে যেতে পারব ইনশাআল্লাহ।
মোহাম্মদ রফিকুল ইসলাম আরো জানান, এ কার্যক্রমে কোন প্রকার ছবি, ভিডিও, সেলফি উঠানো হবে না। অতএব আপনি নির্দ্ধীধায় আপনার প্রয়োজন টুকু নিতে পারেন। এ ছাড়াও সকলকে ঘরে থাকার অনুরোধও জানান আলহাজ্ব মোহাম্মদ রফিকুল ইসলাম। -কপোত নবী
রাজশাহী বার্তা/admin