করোনা : চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে ৩৫ জনকে জরিমানা
চাঁপাইনবাবগঞ্জে করোনা মোকাবেলায় বৃহস্পতিবার পরিচালিত মেবাইল কোর্টে ৩৫ জনকে ১৯ হাজার ৪শ টাকা জরিমানা করা হয়েছে। করোনাভাইরাস সংক্রমন এড়াতে জারি করা সরকারি নিদের্শনা অমান্য করায় তাদেরকে এ্ই জরিমানা করা হয়। এছাড়া মাদক সেবনের দায়ে ১জনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
জেলা প্রশাসনের শিক্ষা শাখা সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরে মোবাইল কোর্ট পরিচালনা করে ১জনকে ৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর উপজেলা নির্বাহী অফিসার মো. অলমগীর হোসেন।
অন্যদিকে নাচোল উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানার নেতৃত্বে নাচোলে পরিচালিত মোবাইল কোর্টে ৫জনকে ৫শ টাকা করে, ৩জনকে ৩শ টাকা করে ও ১জনকে ১শ টাকা জরিমানা করা হয়।
অপরদিকে শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফা সুলতানার মোবাইল কোর্টে ২জনকে ২ হাজার ২শ টাকা করে জরিমানা করা হয়। শিবগঞ্জে তিনি মোবাইল কোর্ট পরিচলনা করেন।
এদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলামের নেতৃত্বে জেলা সদরে পরিচালিত মোবাইল কোর্টে ২ জনকে ১ হাজার টাকা করে, ৪জনকে ৫শ টাকা করে, ১জনকে ১ শ টাকা এবং ৯জনকে ২শ টাকা করে জারিমানা করা হয়।
অপর দিকে জেলার শিবগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ জনকে ৫শ টাকা করে এবং ১জনকে ২ শ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন।
অন্যদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট চন্দন কর গোমস্তাপুরে মোবাইল কোর্ট পরিচলনা করে ২জনকে ২শ টাকা করে এবং ১জনকে ৫ শ টাকা জরিমানা করেন।
করোনা প্রতিরোধে জারি করা সরকারি নির্দেশনা অমান্য করায় নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ এই দণ্ড প্রদান করেন বলে সূত্রটি জানায়। আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় পরিচালিত মোবাইল কোর্ট থেকে ম্যাজিস্ট্রেটগণ জনসাধারণকে করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে বলেন এবং সরকারি নিদের্শনা মেনে চলার পরামর্শ দেন।
অন্যদিকে করোনা মোকাবেলায় মোবাইল কোর্ট চলাকালে এক মাদক সেবীকে আটক করা হয়। তাকে মাদক সেবনের দায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৭দিনের কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।
রাজশাহী বার্তা/admin