চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের নিকট ডিপ্লোমা ফার্মাসিস্ট এ্যাসোসিয়েশনের অনুদান প্রদান
প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে অনুদান প্রদান করেছে বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট এ্যাসোসিয়েশ (বিডিপিএ) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।
সোমবার সকালে অতিরিক্ত জেলা প্রশাসক এ.কে.এম. তাজকির-উজ-জামানের নিকট নগদ অর্থ তুলে দেন, বিডিপিএ জেলা নেতৃবৃন্দ। জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে নগদ ২৫ হাজার টাকা প্রদানের সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট এ্যাসোসিয়েশ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মো. মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মো. মইদুল ইসলাম, সদস্য তাবারক হোসেন, কায়েশ উদ্দীন, আব্দুল্লাহ আল মামুন, গোলাম ফারুক, কামরুল ইসলাম, শাহনিয়ামতুল্লাহ, গোলাম রাব্বানীসহ অন্যান্যরা। নগদ অর্থ বুঝে নেন, জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত শাখার সহকারী নেজার মো. আব্দুল বারী।
এ সময় বিডিপিএ নেতৃবৃন্দ জানান, নভেল করোনা ভাইরাস পরিস্থিতিতে সরকারের নির্দেশনায় বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট এ্যাসোসিয়েশনের সকল সদস্য দেশের সকল সরকারি হাসপাতাল ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছে। আগামীতেও দেশের যেকোন পরিস্থিতি মোকাবেলায় কাজ করবে বিডিপিএ সদস্যরা বলেও জানানো হয়।
রাজশাহী বার্তা/admin