চাঁপাইনবাবগঞ্জ শহরের বাঁতেন খাঁর মোড়ে সেনাবাহিনীর বিশেষ অভিযান
চাঁপাইনবাবগঞ্জ শহরের বাঁতেন খাঁর মোড়ে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল আকষ্মিক অভিযান চালায়। মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে এই অভিযান চালানো হয়।
ইসলামি ব্যাংক চত্বরে এবং আশেপাশে ভীড় করা এবং করোনা সতর্কতা নিয়ম ভঙ্গ করে চলাফেরা করায় প্রায় ৩০ জনকে করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখা, সাইকেল না চালানো, ঘরে অবস্থান করাসহ বিভিন্ন সচেতনতামূলক পরামর্শ দেন সেনাবাহিনীর সদস্যগণ।
এসময় সেনাবাহিনীর উপস্থিতি দেখে করোনা ভাইরাস সতর্কতা না মেনে লাইনে দাঁড়িয়ে ইসলামি ব্যাংক থেকে টাকা উঠোনোর জন্য শতাধিক নারী পুরুষ ব্যাংক চত্বর থেকে সরে যায়। এছাড়াও এসময় রাস্তায় চলাচলকারী বিভিন্ন সরকারী বেসরকারী গাড়িতে জীবানুমুক্ত স্প্রে করেন সেনাবাহিনীর সদস্যরা।
উল্লেখ্য, কয়েকদিন ধরেই শহরের বাতেন খার মোড়স্থ ইসলামি ব্যাংক শাখা চত্বর, কাঠাল বাগিচাস্থ সোনালী ব্যাংক শাখা চত্বর, জেলা শহরের সবজি বাজারে সাধারণ মানুষ ও ব্যাংক গ্রাহকরা নিরাপদ দূরত্ব বজায় না রাখায় করোনা সংক্রমনের আশংকা নিয়ে সংবাদ প্রকাশিত হয় বিভিন্ন গণমাধ্যমে।
রাজশাহী বার্তা/admin