চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ হতে নওগাঁ পাঠানো হল ধান কাটা শ্রমিক
করোনা ভাইরাসের কারণে ধান কাটা মৌসুমে শ্রমিক সংকট দূর করতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে পুলিশের উদ্দ্যোগে নওগাঁ জেলায় ধান কাটার জন্য শ্রমিক পাঠানো হয়েছে।
এ উপলক্ষ্যে মঙ্গলবার বিকালে শিবগঞ্জ স্টেডিয়াম থেকে প্রায় ১ শত জন শ্রমিককে ট্রাক যোগে নওগাঁ জেলায় পাঠানো হয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের পর বোরো ধান কাটা মৌসুমে শ্রমিক সংকট দূর করতে চাঁপাইনবাবগঞ্জ থেকে দেশের বিভিন্ন জেলায় যখন যেখানে ধান কাটা শুরু হচ্ছে সেখানে শ্রমিক পাঠানোর ব্যবস্থা নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ।
এরই অংশ হিসেবে শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা শেষে প্রত্যয়নপত্র দিয়ে তবেই তাদের নওগাঁ পাঠানো হলো। এ যাবৎ ২ শত শ্রমিক পাঠানো হয়েছে এবং আগামী ৭ দিনের মধ্যে জেলা থেকে আরো ৫ হাজার শ্রমিক পাঠানোর প্রক্রিয়া চলছে।
এদিকে শ্রমিকরা জানিয়েছেন, স্বাভাবিকভাবে প্রতি বছরই ধান কাটা মৌসুমে তারা বিভিন্ন জেলায় ধান কাটতে যান। কিন্তু করোনা ভাইরাসের কারণে এবার ধান কাটা মৌসুমে ধান কাটতে যেতে পারেননি। তবে পুলিশের উদ্দ্যোগে ধান কাটতে যেতে পেরে তারা খুব খুশি হয়েছেন।
এ সময় চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল আকতার, শিবগঞ্জ পৌর মেয়র কারিবুল হক রাজিন এবং শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে পুলিশের পক্ষ থেকে শ্রমিকদের গামছা, সাবান ও মাস্ক বিতরণ করা হয়। এর আগে গত ২৫ এপ্রিল শনিবার জেলার সদর উপজেলার চুনাখালি থেকে একই ব্যবস্থায় ২ শতাধিক শ্রমিককে জেলা পুলিশের ব্যবস্থাপনায় ধান কাটতে পাঠানো হয়।
রাজশাহী বার্তা/admin