চাঁপাইনবাবগঞ্জে পুলিশের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত, এবার পেলেন ১০০ জন

সময়: 3:06 pm - April 28, 2020 | | পঠিত হয়েছে: 167 বার

পবিত্র রমযান মাস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে সোমবার আরো ১০০ জন কর্মহীন দরিদ্র মানুষের মাঝে চাল, ডাল, আটা, তেল, পেঁয়াজ, আলু সম্বলিত খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

সদর মডেল থানা চত্বরে এসব সামগ্রী তুলে দেন অফিসার ইনচার্জ ওসি মো. জিয়াউর রহমান পিপিএম। ওসি তদন্ত মো. কবির হোসেন ও ওসি অপারেশন মো. মিন্টু রহমান জেলার কিছু গণমাধ্যম কর্মীদের মাধ্যমে প্রকৃত কর্মহীন গরিব পরিবারের তালিকার নিয়ে এসব সামগ্রী প্রদানের ব্যবস্থা করা হয়।

ওসি জিয়াউর রহমান জানান, করোনা পরিস্থিতিতে সবকিছু বন্ধ থাকায় সমাজের খেটে খাওয়া দিনমজুর মানুষগুলো পড়েছে চরম বেকায়দায়। বিশেষ করে খাদ্যসামগ্রী ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য পেতে বেগ পেতে হচ্ছে তাদের।

এরই প্রেক্ষিতে মানবিক দিক বিবেচনা করে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ এসব মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তিনি আরো জানান, পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব বিপিএম পিপিএম বার এর নির্দেশনায় অসহায়, কর্মহীনদের পরিবারে খাদ্য সামগ্রী তুলে দেয়া হচ্ছে। যা পর্যায়ক্রমে অব্যাহত থাকবে। সরকারের নির্দেশনা মেনে চলতে, অপ্রয়োজনে বাড়ির বাইরে বের না হতে ও সকলকে ঘরে থাকতেও থানার সকল নাগরিককে অনুরোধও জানান ওসি জিয়াউর রহমান। -কপোত নবী

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর