চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে অস্ত্রসহ এক যুবককে আটক করেছে র‍্যাব

সময়: 12:59 pm - April 29, 2020 | | পঠিত হয়েছে: 627 বার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কয়লাবাড়ি ট্রাক টার্মিনালে অভিযান পরিচালনা করে অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব। মঙ্গলবার দিবাগত রাতে এ অভিযান পরিচালনা করে অস্ত্রসহ এক যুবককে আটক করেছে র‍্যাব-৫। র‍্যাবের দাবী আটক যুবক একজন অস্ত্র ব্যবসায়ী।
আটক যুবক জেলার শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সালামপাড়া এলাকার মো. গাজলুর রহমানের ছেলে মো. আব্দুর রহিম (৩৩)।
অস্ত্রসহ যুবক আটকের সত্যতা নিশ্চত করে র‌্যাব-৫ রাজশাহীর সহকারী পরিচালক বুধবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন, অস্ত্র চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল মঙ্গলবার দিবাগত গভীর রাত দেড়টায় বুধবার কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো.আজমল হোসেনের নেতৃত্বে জেলার শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ কয়লাবাড়ি এলাকার ট্রাক টার্মিনালে  অভিযান পরিচালনা করে।
এ সময় অভিযানে  ট্রাক টার্মিনাল এলাকায় কয়েকজন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে র‍্যাব তাদের চ্যালেঞ্জ করে।
পরে আব্দুর রহিমের দেহ তল্লাশি করে ২টি ৭.৬৫ মি.মি.  বিদেশি পিস্তল, ৩টি ম্যাগজিন এবং ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী রহিম দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর