চাঁপাইনবাবগঞ্জে কর্মহীনদের মাঝে শহর সমাজসেবা কার্যালয়ের খাদ্যসামগ্রী বিতরণ
করোনা পরিস্থিতি মোকাবেলায় মানবিক সহায়তা কর্মসূচির আওতায় চাঁপাইনবাবগঞ্জ শহর সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ও নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থাসমূহের সহযোগিতায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শহর সমাজসেবা কার্যালয় হতে কর্মহীন পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী দেয়া হয়। বাংলাদেশ আইডিয়াল সোসাইটি ইমপ্রুভমেন্ট ফাউন্ডেশন (বিসিফ), মা ও শিশু কল্যাণ সংস্থা, নিবিড়, প্রচেষ্টা, ইডস্, আইএফবিসি, নাইস, ওয়েমার্ক এবং দিগন্ত-চাঁপাইনবাবগঞ্জ নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ সহযোগিতায় এসব বিতরণ করা হয়।
এসময় প্রত্যেকের মাঝে ৫ কেজি চাল, ১ কেজি ছোলা, ১ কেজি তেল, ২৫০ গ্রাম খেজুর দেয়া হয়। খাদ্যসামগ্রী বিতরনের সময় উপস্থিত ছিলেন, শহর সমাজসেবা কর্মকর্তা মোহা. ইমতিয়াজ কবীর, মা ও শিশু কল্যান সংস্থার প্রধান উপদেষ্টা মো. খাইরুল ইসলাম, ওয়েমার্ক মানবিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ রাকিবুর রহমান ,পরিচালক (আর্থিক) মোকসেদুল হক, বিসিফ’র সভাপতি মোস্তফা কামাল, প্রচেষ্টা মানবিক উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক মো. আশরাফুল আলমসহ অন্যান্যরা।
রাজশাহী বার্তা/admin