নাচোলে ত্রাণ, পুষ্টি ও শিশু খাদ্য বিতরণ
সময়: 12:37 pm - April 30, 2020 | | পঠিত হয়েছে: 68 বার
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কসবা ইউনিয়নে ত্রাণ, পুষ্টি ও শিশু খাদ্য বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাস মোকাবেলায় সরকারীভাবে কসবা ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ত্রাণ, পুষ্টি ও শিশু খাদ্য বিতরণ করা হয়।
এ সময় ৫ শত পরিবারের মাঝে ১০ কেজি করে ৫ মেট্রিক টন চাল, ২১২ টি পরিবারের মাঝে ২ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি লবন ও ১ কেজি মসুর ডাল বিতরণ করা হয়েছে। এছাড়া ৩৮ জন শিশুকে দুধ, চিনি ও সুজি প্যাকেট জাত খাদ্য বিতরণ করা হয়েছে।
ত্রাণ ও পুষ্টি খাদ্য বিতরনী সভায় উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা, উপজেলা সমাজ সেবা অফিসার আল গালিব, উপজেলা প্রকৌশলী সাজেদুল ইসলাম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমানসহ বিভিন্ন ওয়ার্ডের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
রাজশাহী বার্তা/admin