চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সীমান্তে ৫৯ বিজিবির ত্রাণ বিতরণ
কপোত নবী : চলতি করোনা দুর্যোগে দেশের বিভিন্ন স্থানের ন্যায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী পরিবারের মানুষ খাদ্য সংকটের মধ্যে পড়েছে। খাদ্য সংকটে পড়া পরিবারের মাঝে বিতরণের জন্য ৫৯ বিজিবি রহনপুর ব্যাটালিয়নের কাছে ২ হাজার প্যাকেট খাদ্য সামগ্রী সরবরাহ করে বিদ্যানন্দ ফাউন্ডেশন।
বিদ্যানন্দ ফাউন্ডেশনের সরবরাহকৃত খাদ্য সামগ্রী গত ৪ মে ১ম ধাপে ৯টি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ৪০৬টি এবং ২য় ধাপে ৫ মে ৩টি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ২৬২টি খাদ্য সংকটে পরা পরিবারের মাঝে খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়।
শনিবার ৯ মে তৃতীয় ধাপে ৩টি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ৩০৩টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্যাকেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ৫৯ বিজিবির চাঁনশিকারী কোম্পানীর কোম্পানী কমান্ডার, ভোলাহাট ও চামুচা বিওপির বিওপি কমান্ডারগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জনপ্রতিনিধিগণ।
খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে চাল, ডাল, তেল, লবন, আটা, সুজি ও বিস্কুট ছিল। যা ২হাজারের মধ্যে ৯৭১ টি বিতরণ করা হলো। পর্যায়ক্রমে সীমান্ত এলাকায় বাকী প্যাকেটও বিতরণ করা হবে।
রাজশাহী বার্তা/admin