চাঁপাইনবাবগঞ্জে র্যাব-৫ এর অভিযানে ২ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার এর নেতৃত্বে সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে হায়াতমোড় থেকে শুকনাপাড়াগামী চরতেররশিয়া বয়রাপাড়া গ্রাম থেকে মো. পিন্টু আলী (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত পিন্টু চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নরেন্দ্রপুর গোদুর হাজীপাড়া মহল্লার মৃত পিয়ার আলীর ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে
চরতেররশিয়া বয়রাপাড়ায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫০ লাখ টাকার ৫৪০ গ্রাম হেরোইনসহ হাতেনাতে পিন্টুকে গ্রেপ্তার করা হয়। সে দীর্ঘদিন যাবৎ হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে রোববার শিবগঞ্জ উপজেলার ৭নং ওয়ার্ডের একবরপুর গ্রামের খাসেরহাট টু মনাকাষা বাজার যাবার সড়কে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বেনজির আহম্মেদ মাস্টারের ছেলে সিয়ামুর আহম্মেদ ওরফে নাহিদ (২১) কে ১২০ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে গ্রেপ্তার করে র্যাব।-কপোত নবী।
রাজশাহী বার্তা/admin