শিবগঞ্জে কর্মহীন পরিবারের পাশে জিকে ফাউন্ডেশন
সময়: 6:28 pm - May 16, 2020 | | পঠিত হয়েছে: 97 বার
করোনাভাইরাস কারণে খেটে খাওয়া মানুষের দুর্ভোগ লাঘবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুলর্ভপুর ইউনিয়নে দ্বিতীয় পর্যায়ে ঘরমুখো কর্মহীন হয়ে পড়া ৩শ’ ৫০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে জিকে ফাউন্ডেশন।
শনিবার (১৬ মে) দুপুরে দাদনচক পিটিআই চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মহীন পরিবারের মাঝে চাল, ডাল, আলু, তেল ও লবণ তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহমদ নজমুল কবির মুক্তা, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খাঁন, দুলর্ভপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তোসিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম ও উপজলা ছাত্রলীগের সভাপতি রিজভী আলম রানাসহ অন্যরা।
এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রায় ৫ হাজার ৫শ’ পরিবারের মাঝে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি লবণ ও ১ লিটার তেল বিতরণ করা হয়। করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যহত থাকবে বলে জানান উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম।
রাজশাহী বার্তা/admin