চাঁপাইনবাবগঞ্জে করোনা রোধে করনীয় নিয়ে আ.লীগ নেতৃবৃন্দের আলোচনা

সময়: 8:41 pm - May 18, 2020 | | পঠিত হয়েছে: 1196 বার

সামাজিক দুরত্ব বজায় রেখে প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ রোধে আমাদের করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। সোমবার বিকেলে সেচ্ছাসেবী সংগঠন “আমরা ক’জন” এর আয়োজনে সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রি কলেজ মিলনায়তনে এ সভা হয়।

চাঁপাইনবাবগঞ্জ হেল্পলাইন’র সহযোগিতায় আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও রানিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. মহসিন আলী, জেলা যুবলীগের সাধারন সম্পাদক আমানুল্লাহ বাবু, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব রফিকুল ইসলাম, আবুল বাসার, কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ রফিউজ্জামান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দ, রানিহাটি সাধারণ পাঠাগারের সাধারণ সম্পাদক জুয়েল উদ্দিন পলাশসহ আ.লীগ নেতৃবৃন্দ।

আমরা কজন’র আহ্বায়ক ও বাংলাদেশ ফার্টিলাইজার এ্যাসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহবুব উল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভার সভাপতিত্ব করেন, রানিহাটি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব মো. আনোয়ারুল আজিম।

আলোচনা সভায় প্রাণঘাতী করোনা পরিস্থিতি মোকাবেলায় বিভিন্নভাবে কর্মহীন মানুষের পাশে সকলকে দাড়ানোর প্রতি গুরুত্ব দেন, আ.লীগ নেতৃবৃন্দ। সভা শেষে আওয়ামীলীগ নেতৃবৃন্দের সম্মানে সামাজিক দুরত্ব বজায় রেখে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর