ভোলাহাটে ই.আ. স্কুল এ- কলেজ কর্তৃক ঈদসামগ্রী বিতরণ

সময়: 6:41 pm - May 22, 2020 | | পঠিত হয়েছে: 186 বার

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদ্যাপন চলমানের এইদিনে বিশ্বব্যাপি মরণ ভাইরাস করোনা(কভিড-১৯)’র সংক্রমণ প্রতিরোধকল্পে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মুশরীভুজা ইউসুফ আলী স্কুল এ- কলেজ কর্তৃপক্ষের উদ্দ্যোগে শুক্রবার সকাল ৯টায় অত্র প্রতিষ্ঠান প্রাঙ্গণে ঈদসামগ্রী বিতরণ করা হয়।

এলক্ষ্যে স্কুল এ- কলেজ গভর্নিং বডি, শিক্ষকমন্ডলী ও কর্মচারীর আর্থিক সহায়তায় প্রতিষ্ঠানের অধ্যায়ণরত ৭৫০জন ছাত্রছাত্রীদের মধ্যে ১১২জন দরিদ্র-অসহায় ছাত্রছাত্রীর অভিভাবকদের মার্কস্ পড়িয়ে, সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় প্রতিষ্ঠান গভর্নিং বডির সভাপতি কন্ট্রাক্টর আলাউদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ আজগার আলী, সহকারী প্রধান শিক্ষক আইজজুল হক, গভর্নিং বডির সদস্য আফাজ উদ্দিন, আবুল হায়াত, আব্দুল কাদির, ফাইজুদ্দিন ও সিনিয়র সহকারী শিক্ষক আবু সায়েম, প্রভাষক সহিদুল ইসলাম, সহকারী শিক্ষক আল-মামুনুর রশিদ, ক্রিড়া শিক্ষক রাকিবুল ইসলাম, শিক্ষক নুরুল ইসলাম, জিয়াউর রহমান, বাইরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ঈদসামগ্রীর মধ্যে ছিলো-চিনি, সেমাই, তেল, লুডুস্, বুন্দিয়া ও পাপড়। পরে বিশ্বব্যাপি মরণব্যাধি করোনা ভাইরাস(কভিড-১৯) আক্রান্তদের সুস্থ্য ও মৃতদের মাগফেরাত কামনা করে দোয়া করেন, প্রতিষ্ঠানের মৌলভী শিক্ষক আবু সায়েম।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর