ভ্রাম্যমান আদালতের অভিযানে ২২ হাজার টাকা জরিমানা আদায়

সময়: 6:40 pm - May 23, 2020 | | পঠিত হয়েছে: 545 বার

চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন বাজারে বাজার তদারকির অংশ হিসেবে প্রতিনিয়ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিসট্রেটগণ।

এমতাবস্থায় শনিবার সকালে পৌর এলাকার নিউমার্কেট, শহীদ সাটু হল মার্কেটসহ আশপাশের বেশ কয়েকটি মার্কেট এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত বাজার তদারকি করেন। এ সময় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম বিচারকের দায়িত্ব পালন করেন।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম জানান, শর্ত সাপেক্ষে জেলার মার্কেটগুলো পরিচালনা করার জন্য জেলা প্রশাসকের পক্ষ থেকে মার্কেট কমিটির সদস্যদের বেশ কিছু নির্দেশনা প্রদাণ করা হয়েছে। এর মধ্যে মার্কেটের প্রবেশ পথগুলোতে ক্রেতা-বিক্রেতা উভয়ের জন্য পর্যাপ্ত হাত ধোয়ার ব্যবস্থা রাখা, থার্মাল মিটার দিয়ে প্রতিটি ক্রেতার শারীরের সঠিক তাপ মেপে তবেই ভেতরে প্রবেশ করতে দেয়া, ভেতরে প্রবেশের পর একটি দোকানে একসাথে গাদাগাদি করে পণ্য ক্রয় না করে লাইনে দাঁড়য়ে পরপর পণ্য ক্রয় করা নিশ্চিত করা এবং ক্রেতা বিক্রেতা উভয়রই মাস্ক ও হ্যান্ড গ্লোবস ব্যবহার করা। কিন্তু ঈদকে কেন্দ্র করে মার্কেটগুলোতে জনসমাগম দেখা গিয়েছে এবং মার্কেটগুলোতে সরকারি নির্দেশনা না মানা ও দূরত্ব বজায় না রাখাসহ বিভিন্ন অপরাধ পরিলক্ষিত হচ্ছে। এছাড়া অনেকেই মাস্ক না পরেই বাইরে ঘুরে বেড়াচ্ছেন নির্দিধায়।

আর তাই জেলা প্রশাসনের নির্দেশনা মতে চলমান করোনা পরিস্থিতিতে বাজার মনিটরিং চলাকালীন সময় মার্কেটগুলোর কিছু কিছু দোকানে সরকারি নির্দেশনা অমান্য করে সামাজিক দূরত্ব বজায় না রেখে ব্যবসা পরিচালনা করায় নিউ মার্কেটের এক গার্মেন্টস দোকান মালিককে ৫ হাজার টাকা, শহীদ সাটু হল মার্কেটের এক গার্মেন্টস দোকান মালিককে ৫ হাজার টাকা, দুটি ঘড়ির দোকান মালিককে ৫ হাজার করে ১০ হাজার টাকা, একটি চশমার দোকান মালিককে ২ হাজার টাকা এবং মুখে মাস্ক ব্যবহার না করায় ২ জনকে ১০০ করে ২০০ টাকা করে মোট ২২ হাজার ২ শত টাকা জরিমানা আরোপ ও আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

এ ছাড়াও যানজট নিরসনে মার্কেটের প্রবেশের প্রধান সড়কগুলোতে নো পার্কিং এ গাড়ি পার্কিং করায় যানবাহন উচ্ছেদ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় অভিযানে সকলকে সরকারি নির্দেশনা মেনে চলার অনুরোধও জানান ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর