চাঁপাইনবাবগঞ্জ থেকে স্বাস্থ্যবিধি মেনে ছেড়ে গেল বনলতা

সময়: 1:32 pm - May 31, 2020 | | পঠিত হয়েছে: 184 বার

প্রায় ২ মাস বন্ধ থাকার পর সরকারি নির্দেশনায় স্বাস্থ্যবিধি মেনে রোববার সকাল ৬ টার সময় চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে বনলতা এক্সপ্রেস ট্রেন। ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে ট্রেনটি ছেড়ে যায়।

এ সময় ট্রেনের স্টাফ ও যাত্রীদের যথাযথ নিয়ম মেনেই চলাচল করতে দেখা গেছে। চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মোহাম্মদ ওবাইদুল্লাহ জানান, সরকারি নির্দেশনা মোতাবেক সকল টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হয়েছে। ট্রেন ছাড়ার ঘোষণার মাত্র ৭ মিনিটের মধ্যেই চাঁপাইনবাবগঞ্জে বরাদ্দকৃত সকল টিকিট বিক্রি হয়ে যায়।

স্টেশন মাস্টার আরো জানান, স্টেশনে অতিরিক্ত কোন যাত্রী প্রবেশ করতে দেয়া হয়নি। আমরা শনিবার থেকেই নিরাপদ দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহনের জন্য প্রচারণা চালিয়ে ছিলাম।

অপরদিকে বিভিন্ন কাজে যাওয়া যাত্রীরা ট্রেন সার্ভিস চালুর জন্য সরকারকে ধন্যবাদ জানান। যাত্রীরা সরকারের এ উদ্যোগকে স্বাধুবাদ জানিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখার অনুরোধ জানান।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর