উত্তর শ্যামলী পশ্চিম আগারগাঁও সমাজকল্যাণ সমিতির ত্রাণ বিতরণ
প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের পরিস্থিতিতে থমকে গেছে জনজীবন। সবচেয়ে বিপাকে পড়েছে খেটে-খাওয়া, অসহায়, দরিদ্র জনগোষ্ঠী। ঘরে থাকা কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার, ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠন। তেমনি কর্মহীনদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে রাজধানী ঢাকার উত্তর-শ্যামলী পশ্চিম-আগারগাঁও সমাজকল্যাণ সমিতি।
শুক্রবার সকালে সমিতির ৬০টি পরিবারের মাঝে ১ হাজার করে নগদ অর্থ সহায়তা দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, উত্তর-শ্যামলী পশ্চিম-আগারগাঁও সমাজকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. মোকসেদুল আলম মামুন চৌধুরী, সহ-সভাপতি মো. সালেহ উদ্দীন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. মনিরুল ইসলামসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।
সমিতির সাধারণ সম্পাদক মো. মোকসেদুল আলম মামুন চৌধুরী জানান, শনিবার ভূইয়া গলির ৪৬, সোমবার শাপলা হাউজিং কাসেমের গলির ৬০ এবং সমাজকল্যাণ গলির ৫৫টি পরিবারকে অর্থ সহায়তা দেয়া হবে। নগদ অর্থ বিতরণের আগে সহায়তা নিতে আসা ব্যক্তিদের সকলকে সাবান দিয়ে ঘনঘন ২০-২৫ সেকেন্ড ধরে হাত ধোয়া, সামাজিক দুরত্ব বজায় রেখে অবস্থা করা, অতিপ্রয়োজনীয় কারন ছাড়া বাড়ির বাইরে না যাওয়ার জন্য অনুরোধ জানান উত্তর-শ্যামলী পশ্চিম-আগারগাঁও সমাজকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. মোকসেদুল আলম মামুন চৌধুরী। আগামীতেও এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি
রাজশাহী বার্তা/admin