চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলাতেই ২২জন নতুন করে করোনায় আক্রান্ত
রোববার নতুন করে চাঁপাইনবাবগঞ্জে ২২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সদর উপজেলাতেই ২২ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এ নিয়ে জেলায় শনাক্ত সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৯৯ জনে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাদিকুল (৫০), সোহেল রানা(৩১), মাসুদ(৩২), আজিনা (৫০), সাদেক আলী(৫৫), সুমি (৩৩), আবু সায়েদ (৫২), সুমন (৪০), শরিফা(৫২), এ মান্নান (৫২), রাবেয়া (২৮), নাঈম (২০), ইসমাইল(২৭), মৌসুমী (২৬), ইরফান (৩০), রুবেল (৩৫), মোওতাসিন বিল্লাহ (১৮), ডাক্তার শামসুল আলম (৩২), নূর মোহাম্মদ (৩৮), তহিনুর (৩৩), মাসুদ (৪২), নিশাত (২৬)। রাজশাহী থেকে আসা ১৭৩টি নমূনার ফলাফলে ২২ টি পজিটিভ হয়। রাত সাড়ে ৯টায় সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এ ব্যাপারে উপজেলা ভিত্তিক পূর্ণ তথ্য পরে জানানো হবে। তবে শনাক্তদের মধ্যে গত শনিবার পর্যন্ত সূস্থ হয়েছেন ৯৩ জন।
এর মধ্যে সদরের ৩৩ জন, শিবগঞ্জের ১৬জন, গোমস্তাপুরের ২০ জন, নাচোল ও ভোলাহাটের ১২ জন করে সূস্থ হয়েছেন। ফলে জেলায় চিকিৎসাধীন রোগির সংখ্যা এখন ১০৬ জন। সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী আরও বলেন, জেলা থেকে গত শনিবার পর্যন্ত ৩ হাজার ৭০৯টি নমূনা সংগ্রহ করা হয়েছে।
এ পর্যন্ত ফল পাওয়া গেছে ৩ হাজার ৬৪৬টি নমুনার। পজিটিভ ফল এসেছে ১৯৯টি। নেগেটিভ ফল এসেছে ৩ হাজার ৪৪৭টি নমূনার। এখনও ফল আসেনি ৬৩টি নমূণার। তবে রোববার নতুন করে আরও ১৩০টি নমূনা পরীক্ষায় পাঠানো হয়েছে বলেও জানান তিনি।-কপোত নবী।
রাজশাহী বার্তা/admin