শিবগঞ্জে গার্মেন্টকর্মীকে নির্যাতনের অভিযোগ

সময়: 6:15 pm - July 15, 2020 | | পঠিত হয়েছে: 632 বার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জগন্নাথপুর এলাকায় রিনা বেগম (৩০) নামে এক গার্মেন্টকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ নিয়ে মঙ্গলবার রাতে নির্যাতনের শিকার গার্মেন্টকর্মী বাদি হয়ে স্বামীসহ চারজনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

নির্যাতনের শিকার ওই গার্মেন্টকর্মী হচ্ছে- ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার চিকনী এলাকার মো. পিয়ার আলীর মেয়ে ও শিবগঞ্জ উপজেলার জগন্নাথপুর বিশ্বাসপাড়ার ওয়াসিম আলীর স্ত্রী। অভিযোগে জানা গেছে- প্রায় ১০ বছর আগে ঢাকায় গার্মেন্টকর্মী হিসেবে কাজ করার সুবাদে ওয়াসিমের সাথে পরিচয় হয় রিনার। পরে ইসলামী শরীয়ত মোতাবেক তাদের বিবাহ সম্পন্ন হয়। দাম্পত্য জীবনে তাদের এক ছেলে ও এক কন্যা সন্তান জন্ম হয়।

এরপর থেকেই যৌতুকের দাবিতে স্ত্রীকে শারীরক ও মানসিক নির্যাতন করে আসছিল স্বামী ওয়াসিম আলী। সর্বশেষ ১৩ জুলাই রাতে দেশীয় ধারালো কাতা দিয়ে রিনাকে রক্তাক্ত জখম করে স্বামী, শ্বশুর, শাশুড়ি ও তার দেবর। পরে প্রাণে বাঁচতে রিনা বাড়ির পাশবর্তী পুকুর পাড়ে গিয়ে আত্মগোপন করে। ১৪ জুলাই সকালে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে সে মহিলা ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। মনাকষা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা ছাত্রলীগের সহসভাপতি মেসবাহুল বলেন, প্রায় সময় তাদের সংসারে নির্যাতনে কথা শুনে আসছি।

এর আগে দুই দফায় ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে সালিশ বৈঠকে সমাধান হয়েছে। কিন্তু কিছুদিন যাবার পর আবারো একই ঘটনা। সর্বশেষ আমরা খবর পেয়ে পুকুর পাড় থেকে উদ্ধার করে শিবগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করি। এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ জানান, ঘটনাটি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর