চাঁপাইনবাবগঞ্জে ফোন ১০৯৮ শীর্ষক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

সময়: 8:58 pm - February 20, 2020 | | পঠিত হয়েছে: 193 বার

শিশু সুরক্ষার লক্ষে শিশুর সহায়তায় ফোন চাইল্ড হেল্পলাইন ১০৯৮ শীর্ষক ওরিয়েন্টেশন বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। ওরিয়েন্টেশনে বক্তারা সরকারি পরিসেবামূলক টেলিফোন বা মোবাইল নম্বরগুলো পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তিকরণ, প্রতিটি স্কুল-কলেজ ও মাদ্রাসায় সভা সমাবেশের মাধ্যমে প্রচারণা চালানো, মসজিদের ইমাম, জনপ্রতিনিধি, এনজিও কর্মী, গণমাধ্যমসহ যে যার অবস্থান থেকে প্রচারণা চালানোর উপর গুরুত্বারোপ করেন।

সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ওরিয়েন্টেশনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন। এতে প্রধান ও বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক উম্মে কুলসুম, ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার, প্রবেশন অফিসার আখিনুর রহমান, সদর উপজেলা সমাজ সেবা অফিসার নাছির উদ্দিন। পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে কার্যক্রম তুলে ধরেন সিএসপিবি’র প্রতিনিধি ফেরদৌসি হক সিমুল।

সমাজ সেবা অধিদপ্তরের চাইল সেনসেটিভ সোস্যাল প্রটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি) প্রকল্প, ফেজ-২’র সহযোগিতায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা অধিদপ্তর এই ওরিয়েন্টশনের আয়োজন করে।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর