কঠোর নিরাপত্তায় শুরু হচ্ছে শিবগঞ্জে আ’লীগের কাউন্সিল
দীর্ঘ ছয় বছর পর আজ হতে হচ্ছে শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। রানিহাটি ফুটবল মাঠে সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলন সুষ্ট করতে এবারও প্রথম বিশেষ ব্যবস্থা নিয়েছে জেলা পুলিশ। সম্মেলন স্থলের আশপাশে বসানো হয়েছে সিসি ক্যামেরা। নিরাপত্তার চাদওে ঢেকে দেয়া হয়েছে সম্মেললনের আশপাশের এলাকা গুলো। গোয়েন্দা নজরদারির পাশাপাশি টহল দিচ্ছে পুলিশের বিশেষ ইউনিট। সম্মেলনস্থলে তল্লাশী করে ভিতওে প্রবেশের অনুমতি দিচ্ছে পুলিশ।
ইতি মধ্যে নেতা কর্মীরা সম্মেলন স্থলে এসে হাজির হয়েছে। এছাড়া অনুষ্ঠানে কেন্দ্রীয় ও জেলার আওয়ামী লীগের অতিথিবৃন্দ এসে পোঁছেছেন।শেষ মূহুর্তে
এসে প্রার্থীরা জোটবদ্ধ হয়ে দুটি প্যানেলে নির্বাচনে সিদ্ধান্ত অটল রয়েছে। একটি প্যানেলে সভাপতি পদে নির্বাচন করবেন শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল হক ও সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান। অপর প্যানেলে সভাপতি পদে লড়বেন সাবেক সাধারণ সম্পাদক ও মনাকষা ইউপি চেয়ারম্যান মীর্জা শাহাদাত হোসেন খুররম এবং সাধারণ সম্পাদক পদে শিবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি আতিকুল ইসলাম টুটুল খাঁন। একাধিক শীর্ষ স্থানীয় নেতারা বলছেন, নাজমুল-আতাউর প্যানেলকে প্ররোক্ষভাবে সমর্থন দিয়েছেন এমপিপন্থি কাউন্সিলররা। অপরদিকে মীর্জা-খাঁন প্যানেলকে সমর্থন জানিয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যানপন্থি কাউন্সিলররা।
রাজশাহী বার্তা/admin