শিবগঞ্জে গণধর্ষণ মামলার ৩ আসামী গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ২ কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে। এঘটনার সাথে জড়িত ধর্ষকদের মধ্যে তাৎক্ষণিক ৩ আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার রাত ৮টার দিকে শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃত আসামীরা ১৬৪ ধারা জবানবন্দিতে স্বীকারোক্তি দিয়েছে।
গ্রেফতারকৃত আসামীরা হচ্ছে, শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা গ্রামের শুকুর আলীর ছেলে মো. শরিফুল ইসলাম(৩২), একই এলাকার মো. মুকুল আলীর ছেলে আব্দুল মালেক(২৬) ও মৃত ফারুকের ছেলে মো. সিফাত আলী(১৯)।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাসমুল আলম শাহ জানান, গত ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার নয়ালাভাঙ্গা গ্রামের ১৭ ও ১৮ বয়সী ২ কিশোরী নয়ালাভাঙ্গা ইউনিয়নের ধাপাপাড়াস্থ নয়ালাভাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের পিছনে দাঁড়িয়ে গল্প করছিল। এসময় গ্রেফতারকৃত বখাটে মো. শরিফুল ইসলাম(৩২), আব্দুল মালেক(২৬) ও মো. সিফাত আলী(১৯) সহ ৫জন বন্ধু মিলে তাদের কাছে এগিয়ে আসে। বখাটেরা ওই কিশোরীদের কে বলে তোরা এখানে কি করিস, নিশ্চিত তোরা এখানে অনৈতিক কাজ করেছিস। তোরা যদি আমাদের কথা না শুনিস, তাহলে তোদের অনৈতিক কাজের কথা সবাইকে বলে দিবো। ভয়ে ওই কিশোরীদ্বয় বখাটেদের কথা শুনতে বাধ্য হয়।
পরে বাসায় ফিরে তাদের পরিবারের সদস্যদের জানালে নয়ালাভাঙ্গা ইউনিয়নের ধাপাপাড়া গ্রামের পুন মন্ডলের ছেলে মো. নাসিম বাদী হয়ে থানায় একটি গণধর্ষণ মামলা দায়ের করে। মামলা নম্বর-৭৬, তারিখ-২৮-০২-২০২০খ্রি.।
অফিসার ইনচার্জ মো. শাসমুল আলম শাহ আরো জানান, গ্রেফতারকৃত ৩ আসামী মো. শরিফুল ইসলাম(৩২), আব্দুল মালেক(২৬) ও মো. সিফাত আলী(১৯) কে আদালতে পাঠানো হয়েছে এবং এ মামলার অন্য আসামীদের গ্রেফতারের অভিযান অব্যহত রয়েছে।
রাজশাহী বার্তা/admin