চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ আম উৎপাদনে করণীয় বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

সময়: 2:36 pm - May 29, 2023 | | পঠিত হয়েছে: 98 বার

চাঁপাইনবাবগঞ্জে রপ্তানিযোগ্য নিরাপদ আমের উৎপাদন বৃদ্ধিতে করণীয় ও সম্ভাবনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টার দিকে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে প্রান্ততিক আম চাষির মাঝে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালা ভিডিও কলের মাধ্যমে উদ্বোধন করেন দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ ইসলাম রাজন। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশের ম্যাংগো প্রডিউসার মার্চেন্টস এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম কোরাইশী মিলু।

কর্মশালার প্রশিক্ষক ছিলেন চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ব গবেষণা কেন্দ্রের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও ফল গবেষক ড. জমির উদ্দিন ও চাঁপাইনবাবগঞ্জ হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক ড. বিমল কুমার প্রামাণিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সহ-সভাপতি মো: মনোয়ারুল ইসলাম (ডালিম), বাংলাদেশের ম্যাংগো প্রডিউসার মার্চেন্টস এ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মো: শুকুউদ্দীন।

প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে এগ্রো প্রেডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল ও বাংলাদেশের ম্যাংগো প্রডিউসার মার্চেন্টস এ্যাসোসিয়েশন। এসময় ৫০ জন আমচাষি, উদ্যোক্তা ও ব্যবসায়ীকে এ প্রশিক্ষণ দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন মজারাজপুর ইউনিয়ন পরিষদের সচিব মেনোয়ার জাহান, ৪ নং ওয়ার্ড মেম্বার মনিরুল, ৬নং ওয়ার্ড মেম্বার আজিজ মিলন, ৫নং ওয়ার্ড মেম্বার মনিরুল ইসলাম ফটিক, ৮নং ওয়ার্ড মেম্বার শরিফুল আলম, সংরক্ষিত মহিলা মেম্বার সালমা বেগম, আইরিন বেগম ও কম্পিউটার অপারেটর সুমন আলীসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

কর্মশালায় নিরাপদ কেমিকেলমুক্তভাবে উন্নত পদ্ধতিতে আম চাষাবাদকরণ, আমের রোগ-বালাই দমন ও পরিচর্যার মাধ্যমে ফলন বৃদ্ধি এবং আম ও আমজাত পণ্য রপ্তানির সুযোগ বৃদ্ধিকরণের অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত আমচাষি ও ব্যবসায়ীরা। কর্মশালায় আমচাষি ও ব্যবসায়ী ছাড়াও উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর