করোনা: চাঁপাইনবাবগঞ্জের ২ বন্দর ৪ দিন বন্ধের ঘোষণা

সময়: 9:13 pm - March 23, 2020 | | পঠিত হয়েছে: 434 বার

করোনার প্রভাবে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর এবং রহনপুর শুল্ক স্টেশন আজ মঙ্গলবার থেকে ৪ দিন বন্ধ থাকবে। ভারতের মোহদীপুর এক্সপোর্টারস এ্যাসোসিয়েশন বিষয়টি নিশ্চিত করেছে।

সোমবার (২৩ মার্চ) বিকেলে মোহদীপুর এক্সপোর্টারস এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক প্রসেনজিৎ ঘোষ সাক্ষরিত এক পত্রে জানানো হয় কেন্দ্রীয় সরকার ও পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশনা মোতাবেক করোনা প্রতিরোধে আজ মঙ্গলবার থেকে ২৭ মার্চ পর্যন্ত সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে সব ধরনের আমদানী রপ্তানী বন্ধ থাকবে।একই নির্দেশনা বজায় থাকবে রহনপুর শুল্ক স্টেশনেও।এদিকে সোনামসজিদ বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিেিটডের পোট ম্যানেজার মইনুল ইসলাম জানান, আমদানী -রপ্তানী বন্ধ থাকলেও বিশেষ নিরাপত্তায় বন্দওে লোড আনলোড অব্যাহত থাকবে।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর