চাঁপাইবাবগঞ্জে হোরোইনসহ র্যাবের হাতে গ্রেপ্তার ২
র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অভিযানে ১ কোটি ১০ হাজার টাকা মূল্যের ১ কেজি ১০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার হয়েছেন ২জন।
চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. আজমল হোসেনের নেতৃত্বে বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ২টার দিকে জেলার সদর উপজেলার কালুপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে কেজি ১০ গ্রাম হেরোইনসহ ২জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কৃতরা হলো- রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার দিঘা মিয়াপাড়ার মো. রবিউল ইসলামের ছেলে মো. তৌহিদুল ইসলাম (২৯) ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হাজির মোড়ের মো. সাইদুর রহমানের ছেলে মো. শাহ আলাল ওরফে বাবু (২৬)। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক মূল্য ১ কোটি ১০ হাজার টাকা হবে বলে র্যাবের কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. আজমল হোসেন জানান। তিনি আরো জানান গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় ১টি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
রাজশাহী বার্তা/admin