চাঁপাইনবাবগঞ্জে লকডাউন উপেক্ষা করে মহারাজপুর ইউনিয়নে বাল্যবিবাহ!

সময়: 6:44 pm - April 17, 2020 | | পঠিত হয়েছে: 614 বার

রণঘাতি করোনা ভাইরাস বিস্তাররোধে দেশব্যাপী চলমান লকডাউন উপেক্ষা করে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নে একটি বাল্যবিবাহ অনুষ্ঠিত হয়েছে মর্মে অভিযোগ পাওয়া গেছে।

১২ এপ্রিল রোববার এ বাল্য বিয়েটি অনুষ্ঠিত হয় বলে জানা যায়। জানাগেছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভগবানপুর নিবাসী মৃত জালাল উদ্দিনের কন্যা এসএসসি পরীক্ষার্থী রোজিনা খাতুনের (১৬) সাথে রানিহাটি ইউনিয়নের চক আলমপুর নিবাসী খাইরুল ইসলামের পুত্র মোতালেব হোসেনের (১৮) বাল্যবিবাহ গত ১২ এপ্রিল রোববার দিবাগত রাতে অনুষ্ঠিত হয়েছে।

মহারাজপুর ইউনিয়নের কয়েকজন মেম্বার ও চৌকিদারের পাহারায় ভগবানপুর গ্রামে কনের পিত্রালয়ে এ বাল্য বিয়ে অনুষ্ঠিত হয় বলে অভিযোগ উঠেছে। মহারাজপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত নিকাহ্ রেজিষ্টার (কাজি) জানান, শিবগঞ্জ থানার ঘোড়াপাখিয়া ইউনিয়নের ইসারুল কাজী উক্ত বিবাহ সম্পাদন ও নিবন্ধন করেছেন।

মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ এজাবুল হক বুলি জানান, বাল্যবিয়ে অনুষ্ঠিত হচ্ছে জানতে পেরে তিনি ১ নং ওয়ার্ডের মেম্বার লিটন আলী, ৩ নং ওয়ার্ডের মেম্বার আবুল কালাম আজাদ আলম ও ৮ নং ওয়ার্ডের মেম্বার জলিল উদ্দীন জালালকে চৌকিদার সহকারে মেয়ের পিতার বাড়িতে পাঠায়।

কিন্তু তারা মেয়ের পিতার বাড়িতে কাউকে পায়নি বলে জানায়। তবে অন্য কোথাও বিয়ে হয়েছে কিনা তার জানা নেই। একটি সুত্র নিশ্চিত করেছেন, কনে শ্বশুরালয়ে অবস্থান করছে।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর