চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে কীটনাশক পানে গৃহবধুর আত্মহত্যা

সময়: 3:21 pm - April 27, 2020 | | পঠিত হয়েছে: 865 বার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় এক গৃহবধু আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার গভীর রাতে তিনি স্বামীর ওপর অভিমান করে কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছেন।

আত্মহননকারী ওই গৃহবধু জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার হুজরাপুর মহল্লার মঈনুদ্দিনের স্ত্রী চম্পা (১৭)। এই আত্মহত্যার বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ পরিবারের বরাত দিয়ে মো. জসিম উদ্দিন জানিয়েছেন, রাতের খাবার শেষ করে স্বামী স্ত্রীর মধ্যে পরিবারের কোন একটি বিষয় নিয়ে বিরোধ হলে রোববার রাত ১১ টার দিকে ঘরে থাকা কীটনাশক পান করেন চম্পা।

পরে তাকে মূমূর্ষ অবস্থায়  পরিবারের লোকজন গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর ৫ টার দিকে সে মৃত্যু বরণ করে বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসক।

এদিকে খবর পেয়ে সোমবার সকাল ১১ টার দিকে গোমস্তাপুর থানা পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে গৃহবধু চম্পার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনসবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা করা হয়েছে বলেও জানান ওসি জসিম উদ্দিন।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর