ক্ষতিগ্রস্ত মানুষকে সহযোগিতায় প্যাকেজ ঘোষণা করেছে সরকার -ডাঃ শিমুল এমপি

সময়: 7:28 pm - May 4, 2020 | | পঠিত হয়েছে: 194 বার

করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওয়তায় খাদ্যসামগ্রীর পাশাপাশি শিশু খাদ্য বিতরণ করেছেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও নৌ-পরিবহণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

সোমবার (৪ মে) সকালে কানসাট, ছত্রাজিতপুর, নয়ালাভাঙা, ঘোড়াপাখিয়ায় ৪শ’ মাঝে শিশু খাদ্য বিতরণকালে সংক্ষিপ্ত বক্তব্যে
এমপি বলেন, শেখ হাসিনা হচ্ছে- বাংলাদেশের জন্য একটা আর্শীবাদ। শেখ হাসিনা হচ্ছে বিশ্বের উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনা হচ্ছে সততার প্রতীক। তিনি আরও বলেন, বর্তমান সরকার দলমত নির্বিশেষে সকল ক্ষতিগ্রস্ত মানুষকে সহযোগিতা করার জন্য প্যাকেজ ঘোষণা করেছে।

একজন মানুষও যেন বলতে না পারে শেখ হাসিনা সরকারের সহযোগিতা তার কাছে পৌঁছায় নাই। সরকারের পাশাপাশি বিত্তবানদেরও সাধারণ মানুষের সহযোগিতায় এগিয়ে আশার আহবান জানান তিনি। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে প্রথম ধাপে দূলর্ভপুর, মনাকষা, বিনোদপুর ও শ্যামপুর ইউনিয়নে ৬শ’ শিশুর মাঝে খাদ্য প্রদান করা হয়।

বিতরণকৃত শিশু খাদ্যের মধ্যে রয়েছে- সুজি ১ কেজি, চিনি ১ কেজি, গুড়া দুধ ৪০০ গ্রাম, সেমাই ৫০০ গ্রাম ও নুডলস ৫০০ গ্রাম দুই প্যাকেট। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শিমুল আকতার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার আবদুল মান্নানসহ স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর