চাঁপাইনবাবগঞ্জে ব্যক্তি উদ্যোগে ৮০০টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
করোনা ভাইরাস পরিস্থিতিতে সারা দেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জের মানুষও কর্মহীন হয়ে পড়েছে। এরই মধ্যে সরকারের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও ব্যক্তিগত উদ্যোগে অসহায় ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।
সে ধারা অব্যাহত রেখে শনিবার সকাল ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের জেসামিয়া মাদরাসা প্রাঙ্গণে ৮০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতশনিবার সকাল ৮ ঘটিকায় বড়তলা হাটের জেসামিয়া মাদ্রাসার পাশে ব্যক্তিগত উদ্যোগে মেসার্স ফারুক এন্ড সন্স এর পক্ষ থেকে করোনা ভাইরাসে বেকার হয়ে যাওয়া ৮০০ কর্মহীন নারী-পুরুষের মাঝে ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ও ১ কেজি ডাল বিতরণ করেন ।
এসময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব রুহুল আমিন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আক্তারুল হক এ জি এম অগ্রণী ব্যাংক লি: চাঁপাইনবাবগঞ্জ, মোঃ শওকত আনোয়ার চৌধুরী সিনিয়র রিজিওনাল ম্যানেজার শাহ সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মোঃ বারেক আলী, শংকরবাটি বাইতুল মুকাররম জামে মসজিদের সাধারণ সম্পাদক মো:মনিরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক মেসার্স ফারুক এন্ড সন্স এর স্বত্বাধিকারী মোঃ ফারুক আলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
রাজশাহী বার্তা/admin