চাঁপাইনবাবগঞ্জে করোনায় আক্রান্ত বেড়ে ৫৪

সময়: 10:18 pm - May 29, 2020 | | পঠিত হয়েছে: 901 বার

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও দুইজনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট ৫৪ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হলো। এদিকে আরও ৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, ঢাকা ও রাজশাহীর পিসিআর ল্যাব থেকে চাঁপাইনবাবগঞ্জের আসা ৪৬ জনের প্রতিবেদনের মধ্যে দুইজনের দেহে করোনা পজেটিভ এবং ৪৪ জনের নেগেটিভ প্রতিবেদন আসে। আক্রান্তদের দুইজনের বাড়ি নাচোল উপজেলায়।

তিনি আরও জানান, আক্রান্তদের উপসর্গ না থাকায় শুক্রবার সকাল থেকে তাদের নাচোলের একটি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের আইসোলেশনে চিকিৎসা দেয়া শুরু করা হয়েছে।

এদিকে শুক্রবার পর্যন্ত মোট নমুনা পাঠানো হয়েছে ১ হাজার ৭শ ৯৩ জনের। এর মধ্যে পজিটিভ ৫৪ জনের, আর নেগেটিভ ১ হাজার ৫শ ৫২ জনের। এর মধ্যে রিপোর্ট আছে প্রতিবেদন মূলতবি ১শ ৮৮ জনের। আর সদর হাসপাতালের আইসোলেশনে চিকিৎসা নিচ্ছে ৮ জন।

ইতোমধ্যে ৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। আর করোনায় আক্রান্ত ১৩ জনের প্রথম দফায় নেগেটিভ এবং তৃতীয় দফায় নেগেটিভ প্রতিবেদন আসলে তাদের সুস্থ ঘোষণা করা হবে বলে সিভিল সার্জন জানান।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর