চাঁপাইনবাবগঞ্জে বিএনপি‘র আয়োজনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

সময়: 5:18 pm - May 30, 2020 | | পঠিত হয়েছে: 425 বার

চাঁপাইনবাবগঞ্জ সদর ও পৌর বিএনপির আয়োজনে জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৯৮১ সালের ৩০ শে মে ভোররাতে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন একদল সেনা সদস্যের হাতে। ঘটনার আগের দিন তিনি চট্টগ্রাম গিয়েছিলেন তাঁর প্রতিষ্ঠিত দল বিএনপির স্থানীয় নেতাদের বিরোধ মেটাতে।

চট্টগ্রামে বিভিন্ন উপদলে বিভক্ত বিএনপি নেতাদের সাথে বৈঠক শেষে ২৯ শে মে রাতে স্থানীয় সার্কিট হাউজে ঘুমিয়ে ছিলেন জিয়াউর রহমান।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৯ তম শাহাদাত বার্ষিকী। আজ থেকে ৩৮ বছর পূর্বে দেশী ও বিদেশী একটি মহলের ষড়যন্ত্র ও প্রতিহিংসার শিকার হয়ে তৎকালীন সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে এই দিনে চট্টগ্রামের সার্কিট হাউসে শাহাদত বরণ করেন বিংশ শতাব্দীর শ্রেষ্ঠতম ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা, সফল রাষ্ট্রনায়ক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জিয়াউর রহমান- সংক্ষেপে জিয়া।

এখানে উল্লেখ করা প্রয়োজন যে, বত্রিশবছর পূর্বে একাত্তরের ২৫ মার্চের ভয়াল রাতে এদেশের নিরস্ত্র ও ঘুমন্ত নিরীহ জনগণের উপর পাকিস্তানী বর্বর হানাদার বাহিনীর আক্রমণের সময় জিয়াউর রহমান সেনাবাহিনীর একজন মেজর হয়েও বীর বিক্রমে রুখে দাঁড়ান এবং চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে দৃপ্তকণ্ঠে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

শনিবার দুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর শাহাদৎ বার্ষিকী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ন মহাসচিব মো. হারুনুর রশীদ হারুন।

বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা বিএনপির সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মতি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. ময়েজ উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, পৌর কাউন্সিলর জাহাঙ্গীর আলম, পৌর কাউন্সিলর আব্দুল বারেক, বিএনপি নেতা সামিরুল ইসলাম পলাশ, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইউসুফ রাজা, পৌর ছাত্রদলের সভাপতি মিম ফজলে আজিমসহ বিএনপি, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল এবং অংগ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামান করা হয়। সেই সাথে বেগম খালেদা জিয়া ও তার পরিবারের সকল সদস্যদের সুস্থতা কামনা করা হয়।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর