চাঁপাইনবাবগঞ্জে নিয়োগের দাবিতে মানববন্ধন

সময়: 6:39 pm - June 24, 2020 | | পঠিত হয়েছে: 93 বার

নিজস্ব প্রতিনিধিঃ উপ-সহকারী  কৃষি কর্মকর্তা পদে প্যানেলে নিয়োগের দাবিতে সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জেও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৪ জুন) সকাল ১১ টার দিকে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে চূড়ান্ত ফলাফলে বৈষম্যের শিকার ও পদ বঞ্চিত মেধাবী শিক্ষার্থীর ব্যানারে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য দেন, পদ বঞ্চিত জেলা শাখার সদস্য কামরুজ্জামান, শাখাওয়াত হোসেন, আব্দুল অহাব, তোহিদুল ইসলামসহ অন্যরা।

বক্তারা বলেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা পদে নিয়োগে বিভিন্ন ধরনের দূর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতি করে নিয়োগ দেয়া হয়েছে। এগুলো বন্ধ করে পূণরায় নিয়োগের দাবি জানানো হয়। তাদের দাবি নিয়মানুযায়ী জেলা হতে উত্তীর্ণদের মধ্যে মেধাক্রমে নিয়োগ দিতে হবে।

মানববন্ধনে করোনা পরবর্তী দুর্ভিক্ষ হতে দেশ ও জাতিকে রক্ষা করার জন্য উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ-২০১৮ এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহনকারী সকল প্রার্থীকে প্যানেলে নিয়োগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহবান জানানো হয়।

রাজশাহী বার্তা/বার্তা সম্পাদক

এই বিভাগের আরও খবর