চাঁপাইনবাবগঞ্জে করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যু, মোট মৃতের সংখ্যা ৭

সময়: 1:59 pm - August 1, 2020 | | পঠিত হয়েছে: 666 বার

চাঁপাইনবাবগঞ্জে করোনায় শেখ আলতাফ হোসেন (৮০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে।

 

শনিবার (১ আগস্ট) ঈদের দিন বেলা ১১টার দিকে সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

শেখ আলতাফ হোসেন চাঁপাইনবাবগঞ্জ শহরের দাউদপুর রোড এলাকার মৃত আরশাদ আলী’র ছেলে।

 

সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী আলতাফ হোসেনের মৃত্যুর বিষযটি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, আলতাফ হোসেন গত ২১ জুলাই হাসপাতালে ভর্তি হন। গত ২২ জুলাই তার নমুনা নেওয়া হয়। ২৫ জুলাই তার করোনা পজিটিভ রেজাল্ট আসে। আলতাফ হোসেন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতাতেও ভুগছিলেন।

 

এনিয়ে জেলায় করোনায় ২ নারীসহ ৭ জনের মৃত্যু হয়েছে।

 

এদের ৫ জন সদরের ও ২ জন শিবগঞ্জের বাসিন্দা।

 

মৃত ৭ জনের মধ্যে ৩ জন মৃত্যুর পর শনাক্ত হন।

 

সিভিল সার্জন আরও বলেন, জেলায় এ পর্যন্ত ৪৪৮ জন শনাক্ত হয়েছেন। এদের মধ্যে সদরের ২২৭, শিবগঞ্জের ১০৪, গোমস্তাপুরের ৪৮, নাচোলের ৩৯ ও ভোলাহাটের ৩০ জন রয়েছেন।

 

এদিকে গত শুক্রবার (৩১ জুলাই) পর্যন্ত জেলায় সুস্থ হয়েছেন ২১৫ জন। ফলে জেলায় আক্রান্তদের মধ্যে এখন চিকিৎসাধীন ২২৬ জন।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর