চাঁপাইনবাবগঞ্জে অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত
নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জঃ
বিদ্যালয়ে অনুপস্থিতসহ নানা অনিয়মের অভিযোগে মোল্লাটোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফাকে৷ সাময়িক বরখাস্ত করেছে স্কুল কমিটি। ১৬ সেপ্টেম্বর বুধবার অনুষ্ঠিত ম্যানেজিং কমিটির সভায় তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত গৃহিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মোল্লাটোলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি গোলাপ নবী স্বাক্ষরিত নোটিশ সুত্রে জানা যায়, ২২ আগষ্ট বিভিন্ন অনিয়ম আর দূর্ণীতির অভিযোগে প্রধান শিক্ষক গোলাম মোস্তফাকে কারণ দর্শাণোর নোটিশ দেয় ম্যানেজিং কমিটি। ৩০ আগষ্ট প্রধান শিক্ষক নোটিশের জবাবে কমিটি সন্তুষ্ট না হওয়াও তাকে সাময়িক বরখাস্ত করে কমিটি। ১৯ সেপ্টেম্বর শনিবার থেকে এ সাময়িক বরখাস্ত কার্যকর হবে বলে নোটিশে জানানো হয়।
পত্র প্রাপ্তির ৩ দিনের মধ্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোশদুল হককে দায়িত্ব হস্তান্তরের জন্য নোটিশে অনুরোধ জানানো হয়েছে।
সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নোটিশের অনুলিপি রাজশাহী উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও বিদ্যালয় পরিদর্শক, জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জ, জেলা শিক্ষা অফিসার, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর প্রেরণ করেছেন বলে জানান সভাপতি।
এবিষয়ে সাময়িক বরখাস্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তফা জানান, বিষয়টি তার জানা নেই। কোন চিঠিও পাননি বলে জানান তিনি।
রাজশাহী বার্তা/বার্তা সম্পাদক