নাচোলে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা

সময়: 9:04 pm - February 20, 2020 | | পঠিত হয়েছে: 146 বার

 চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কাউন্টার ট্রাফিকিং-ইন পার্সন (ভিসি/টিআইপি) প্রোগ্রাম ইউনিয়ন পর্যায়ে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও ইউপি কমিটি শক্তি শালী করতে এইড কর্মশালা অনুষ্টিত হয়েছে।

২০ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে এইড কুমিল্লার সহযোগিতায় ও বাস্তবায়নে নেজামপুর ইউপি হল রুমে এ কর্মশালা অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন এবং স্বাগতম বক্তব্য রাখেন নেজামপুর ইউপি চেয়ারম্যান মোঃ আমিনুল হক। এছাড়াও বক্তব্য রাখেন (ডিসটিক ইনর্চাজ) ফিল্ড অফিসার জি-এম নুরে আলম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ফ্যাসিলেটার মোসাঃ পারুল খাতুন, এজাজ আহম্মেদ রানা, কুফুল চন্দ্রদাস, শিক্ষক, ইউপি সদস্য, কাজি, সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর