রহনপুর রেলবন্দর দিয়ে সার গেল নেপালে

সময়: 7:21 pm - February 7, 2021 | | পঠিত হয়েছে: 169 বার

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলবন্দর দিয়ে নেপালে সার পাঠানো শুরু হয়েছে। রহনপুর-সিংগাবাদ রুট দিয়ে ভারত, নেপালকে ট্রানজিট দেওয়ার পর শনিবার রাতে দেশটিতে তৃতীয় দফায় সার পাঠানো হয়। শনিবার রাতে আড়াই হাজার টন ইউরিয়া সারবাহী একটি ২৪ ওয়াগন ভারত হয়ে নেপালের বীরগঞ্জ স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়।

রহনপুর স্টেশনমাস্টার মির্জা কামরুল ইসলাম জানান, এ নিয়ে  তৃতীয় দফায় মোট সাড়ে ৭ হাজার টন সার এ পথে নেপাল গেল। এর আগে গত ৩ ও ৫ ফেব্রুয়ারি বাংলাদেশের রহনপুর- ভারতের সিঙ্গাবাদ রুট দিয়ে পাঁচ হাজার টন ইউরিয়া সার নেপালে যায়।

নেপাল যশোরের নোয়াপাড়া স্টেশনে আমদানি করা সারবোঝাই করে ভারত হয়ে নেপালে নিয়ে যাচ্ছে। এ রেলবন্দর দিয়ে তারা ৩০ হাজার টন সার নিয়ে যাবে বলে তিনি জানান।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর