শিবগঞ্জে করোনা টিকাদান কার্যক্রমের উদ্বোধন
সময়: 7:25 pm - February 7, 2021 | | পঠিত হয়েছে: 142 বার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কোভিড-১৯ টিকাদান কেন্দ্রে রোববার সকালে সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল টিকা গ্রহণের মধ্য দিয়ে কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।
এরপর পরই উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বি, এলজিইডির উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিকুল বারী টিকা গ্রহণ করেন।
এ সময় সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. সায়রা খান মেবিন জানান, প্রথমদিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ৩টি বুথে ১০০ জনের মাঝে টিকা দেয়া হবে।
৩টি বুথে রয়েছে টিকাদান কর্মী ৩৮ জন ও স্বেচ্ছাসেবী কর্মী ৭৬ জন। এর আগে শিবগঞ্জে ১ হাজার ৭’শ ২২ ভায়াল করোনা ভ্যাকসিন এসে পৌঁছালে ইপিআই স্টোরে রাখা হয়। একটি ভায়াল থেকে ১০ জন পাবে কোভিড-১৯ টিকা।
রাজশাহী বার্তা/admin