সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে করোনা সংক্রমণ

সময়: 2:24 pm - May 23, 2021 | | পঠিত হয়েছে: 468 বার

সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে করোনা সংক্রমণ বাড়ছে। গত এক সপ্তাহে ১৩৩ জন করোনা সনাক্ত হয়েছে।

করোনায় মৃত্যু বরণ করেছে ৫ জন। এতে আতঙ্কিত হয়ে পড়েছে জেলার সাধারণ মানুষ।

জেলাবাসী সংক্রমণ রোধে কঠোর লকডাউন চাচ্ছেন। কঠোর লকডাউন না দিলে চাঁপাইনবাবগঞ্জে করোনা ভয়াবহ আকারে ছড়াবে।

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের আরএমও ডা. জাহাঙ্গীর আলম জানান, প্রতিনিয়ত নতুন নতুন ভ্যারিয়েন্ট পরিবর্তন হওয়ায় কারণে এ রোগের কারণে আক্রান্তের হারও দিন দিন বাড়ছে।

 

চাঁপাইনবাবগঞ্জ জেলা রোগ নিয়ন্ত্রণ কর্মকর্তা ডা. নাহিদ ইসলাম মুন জানান, মানুষের মধ্যে এখনো সচেতনতার যথেষ্ট ঘাটতি রয়েছে। সংক্রমণ এভাবে যদি বাড়তে থাকে আমাদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হবে।

 

জেলা সিভিল সার্জন ড. জাহিদ নজরুল চৌধুরী জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার তিন দিকেই সীমান্ত এবং একটি বন্দর থাকায় এই জেলায় করোনা সংক্রমণ বাড়ছে। আর গ্রামাঞ্চলে সচেতনতার কোনো বালায় নেই।

 

চাঁপাইনবাবগঞ্জ জেলা হটস্পটের কথা স্বীকার করে তিনি আরো জানান, ভারতীয় ডবল ভ্যারিয়েন্ট যদি দেশে প্রবেশ করে আরো আতঙ্কের বিষয় হয়ে দাঁড়াবে।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর