চাঁপাইনবাবগঞ্জে মা ও শিশু কল্যাণ সংস্থার আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধ ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত
ঐতিহাসিক ৭ ই মার্চ মুজিববর্ষে প্রাক্কালে বাল্যবিবাহ প্রতিরোধ উদ্বুদ্ধকরণ সভা আলাতুলি ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়েছে । শনিবার সকাল ৯ টায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের কাজ উদ্বোধন করে ৯ নম্বর আলাতুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও , মা ও শিশু কল্যাণ সংস্থার উপদেষ্টা মো: খায়রুল ইসলাম সহ উপস্থিত সকল ব্যক্তিবর্গ অনুষ্ঠানের শুরুতে অত্র কোদালকাটি স্কুলের ছাত্র-ছাত্রী শিক্ষকমন্ডলী সহযোগিতায় র্যালীর মাধ্যমে সবার উদ্দেশ্যে বলা হয় বাল্যবিবাহকে না বলুন মাদক থেকে দূরে থাকুন ও সন্ত্রাস রোধে সহায়তা করুন। র্যালী শেষে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয় সভায় পর্যাক্রমে গণ্যমান্য ব্যক্তি বর্গ বিশেষ অতিথি প্রধান অতিথি সকলে বক্তব্য রাখেন বিভিন্ন কৌশলে বাল্যবিবাহ ও মাদক সেবনের ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন এবং সন্ত্রাসীদের সম্পর্কে আলোকপাত করেন এবং সোনার বাংলা গড়ে তোলার অঙ্গীকার করেন ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফসারুল আলম সভাপতি আলাতুলি ইউনিয়ন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মা ও শিশু কল্যাণ সংস্থার উপদেষ্টা মো: খায়রুল ইসলাম, মা ও শিশু, কল্যাণ সংস্থার প্রশাসনিক কর্মকর্তা আব্দুল কাদির, মোঃ মারফত আলী সাধারণ সম্পাদক আলাতুলি ইউনিয়ন, মোহাম্মদ কাইয়ুম আলী কোদালকাটি উচ্চ বিদ্যালয়, ও স্থানীয় ব্যক্তিবর্গ , অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কামরুল হাসান কামাল।
রাজশাহী বার্তা/admin