ঘরে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে ‘হ্যালো চাঁপাইনবাবগঞ্জ’

সময়: 11:28 am - April 8, 2020 | | পঠিত হয়েছে: 353 বার

দেশে করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতে ঘরে থাকা কর্মহীন ও অসহায়দের ত্রাণসামগ্রী পৌঁছে দেয়ার কর্মসূচী হাতে নিয়েছে স্বেচ্ছাসেবী ‘হ্যালো চাঁপাইনবাবগঞ্জ’।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে রাতে ‘হ্যালো চাঁপাইনবাবগঞ্জ’ নামের এ সংগঠনটির হাতে বিতরণ করার জন্য খাদ্যসামগ্রী তুলে দেন জেলা স্বাচীপ এর সাধারন সম্পাদক ডাঃ মুন নাহিদ।

‘হ্যালো চাঁপাইনবাবগঞ্জ’ এর হাতে অসহায়দের জন্য ডাঃ মুন নাহিদের তুলে দেয়া খাদ্যসামগ্রী সংগঠনটির সদস্যরা জেলা শহরের বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেন।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল পরিবার প্রতি ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, আধা লিটার তেল, লবণ ও ডেটল সাবান। সংগঠনটির অন্যতম সদস্য ডাঃ আসাদুজ্জামান আসিফ বলেন, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত পরিবার যারা কখনো কারও কাছে নিজের সম্মান রাক্ষার্থে হাত পাতবে না প্রয়োজনে অনাহারে থাকবে মূলত তাদের জন্যই দূর্যোগকালীন সময়ে এমন কার্যক্রম হাতে নেয়া হয়েছে।

কোন সহৃদয়বান ব্যক্তি যদি এমন সময়ে অসহায়দের ঘরে ঘরে খাবার পৌঁছাতে চান তবে তাদের জন্য স্বেচ্ছায় কাজ করবে সংগঠনটি বলেও জানান ডাঃ আসিফ।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর