চাঁপাইনবাবগঞ্জে র্যাব ও ম্যাজিস্ট্রেট গণের অভিযানে বিভিন্ন দোকানে জরিমানা
করোনা ভাইরাসের কারণে সারাদেশে আজ অবরুদ্ধ। এ ভাইরাস থেকে বাঁচতে দূরত্ব বজায় রেখে চলা ও সবকিছু বন্ধ করে দিয়েছে সরকার। চাঁপাইনবাবগঞ্জ জেলাতেও চলছে লকডাউন।
সরকারের নির্দেশনার পরেও অনেকে এসব নির্দেশনা মানছেন না। মঙ্গলবার বিকাল সাড় ৫ টার দিকে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম এর নেতৃত্বে ও র্যাবের উপস্থিততে বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় শান্তি মোড় এলাকায় একটি মুদি দোকানের সামনে ক্রেতা ও দোকানদার এর মাঝে নির্দিষ্ট দূরত্ব বজায় না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে ইসলামপুর হাটের একটি দোকানেও সামাজিক দূরত্ব বজায় না থাকায় ১ হাজার টাকা জরিমানা করা হয়। একইদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিবতলা বেলতলা এলাকায় একটি দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা করা হয়। অভিযান পরিচালনার সময় ইসলামপুর হাট এর সাপ্তাহিক বাজার বন্ধ পাওয়া যায়।
এ ছাড়াও বেলা ১১ টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশনা জাহান ও মোছা. জিনিয়া জামান, নার্গিস খাতুুন এর নেতৃত্বেও ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিনটি দোকানে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়। সবাই কে সামাজিক দূরত্ব বজায় রেখে চলা ও বাড়েতে থাকার অনুরোধ জানান নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।-কপোত নবী।
রাজশাহী বার্তা/admin