চাঁপাইনবাবগঞ্জে সামাজিক দূরত্ব বজায় রাখতে অভিযান অব্যাহত

সময়: 7:52 pm - April 11, 2020 | | পঠিত হয়েছে: 106 বার

চাঁপাইনবাবগঞ্জে করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রশাসন অভিযান অব্যাহত রেখেছে। প্রতিদিনই জেলার প্রতিটি উপজেলায় করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক অভিযান পরিচালনা করা হচ্ছে।

প্রতিটি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তারা মানুষকে নিজ বাড়িতে থাকতে মাইকে সচেতনতামূলক নির্দেশনা দিচ্ছেন। উন্নত দেশের অভিজ্ঞতার আলোকে সামাজিক দূরত্ব বজায় রাখার স্বার্থে শতভাগ হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করাসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকান ছাড়া অন্যসব দোকান বন্ধ করে দেয়া হয়েছে।

এদিকে, সরকারি নির্দেশনা মানতে গিয়ে কর্মহীন হয়ে পড়েছে দিনমজুর শ্রমিকরা। প্রতিনিয়ত তাদের খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছে জেলা প্রশাসন। পাশাপাশি বিত্তবান ব্যাক্তি ও সামাজিক প্রতিষ্ঠানের পক্ষ থেকেও বিতরণ করা হচ্ছে খাদ্যপণ্য।

পাঁচটি উপজেলায় সেনাবাহিনীর পেট্রোল টিম ও পুলিশের সমন্বয়ে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটগণ সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছেন। সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্যে অনুরোধ করছেন তারা।

বলা হচ্ছে, আপনি ঘরে থাকলে ভালো থাকবে আপনার পরিবার, ভালো থাকবে জাতি, ভালো থাকবে দেশ। দেশের কয়েকটি জেলায় করোনা রোগী সনাক্ত হওয়ায় ঐ সকল জেলাতে কর্মরত লোকজন নিজ নিজ জেলায় ফেরত আসতে চেষ্টা করছে। এর প্রেক্ষিতে চাঁপাইনবাবগঞ্জ জেলাতে গত ৩ দিনে ২৮৬ জন মানুষ অন্য জেলা থেকে এসেছে। এদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে, জেলাকে করোনা ঝুঁকি মুক্ত রাখতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সাথে পার্শ্ববর্তী জেলার সব সীমান্ত এবং আন্তঃউপজেলা সীমান্তে জরুরি সেবা ব্যতীত (যেমন- রোগীবাহী গাড়ি, ঔষধ পণ্যবাহী গাড়ি ও নিত্য প্রয়েজনীয় দ্রব্যাদির মালামালবাহী গাড়ি) সব ধরনের যানবাহন ও জনচলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। অমান্যকারীর বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।

চাঁপাইনবাবগঞ্জ শহরে এবং প্রতিটি উপজেলায় রাস্তায় রাস্তায় জীবাণু নাশক স্প্রে করা হচ্ছে। মেশিনের মাধ্যমে রাস্তায় পানি ছিটানো ব্যাহত আছে। জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় পানির ট্যাংকের মাধ্যমে জীবানুনাশক স্প্রে করা হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ থেকে করোনা টেস্টের জন্য এ পর্যন্ত ২০ জনের নমুনা পাঠানো হয়েছে। ১০ জনের রিপোর্ট পাওয়া গেছে। আশার কথা হলো সবাই করোনা নেগেটিভ।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর